নবীগঞ্জে ফ্রি-বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা ৬শ’ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

11

এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মুতি স্বাস্থ্যকেন্দ্র আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর যৌথ উদ্যোগে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর সহযোগিতায় ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ বাজারস্থ ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ দিনব্যাপি হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট।
এ উপলক্ষে ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ এর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট -এর সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবুল ফজল এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা.খালেদ মোহসিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো.ইমদাদুল হক চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সিলেটের রিজিওনেল ম্যানেজার গোলাম সারওয়ার খান।
আরোও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সমিতি কোষাধ্যক্ষ আবু ইউসুফ, বিশিষ্ট সমাজসেবী শালিস ব্যক্তিত্ব বয়েত উল্লাহ, এস আর চৌধুরী সেলিম, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ। বিজ্ঞপ্তি