সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ঐক্যবদ্ধ শক্তিশালী তৃণমূল বিএনপি গড়তে কাউন্সিলের বিকল্প নেই। বিএনপিকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোকনা কেন জিয়ার সৈনিকদের দমিয়ে রাখার সাধ্য ফ্যাসিবাদী সরকারের নেই। সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি ছিল আছে এবং থাকবে।
তিনি রবিবার গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমদের সভাপতিত্বে ছাত্রদল নেতা বিলাল আহমদ ও মুমিন আহমেদর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে এম এ মতিনকে সভাপতি, ইব্রাহিম আলীকে সাধারণ সম্পাদক ও জিয়াউল জিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে নন্দীরগাও ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক হাজী ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহপরান, জসিম উদ্দিন, জয়নাল আবেদীন ও সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ।
কাউন্সিলে বক্তব্য রাখেন নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলকাছ মিয়া, তেরা মিয়া, আব্দুল হাসিম চৌধুরী, হাজী মাসুক আহমেদ, নিজাম উদ্দিন মেম্বার, আফতাব আলী মেম্বার, নিজাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি ও ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুস সোবহান, মছব্বির, বিশিষ্ট মুরব্বি মানিক মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আইয়ুব আলী, ফয়েজ আহমেদ, বদরুল ইসলাম ও রুহুল আমিন প্রমুখ। সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, সাবেক এম পি মরহুম দিলদার হোসেন সেলিম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম লুৎফুর রহমানে মাগফিরাত ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা নাজমুল ইসলাম হাসান। বিজ্ঞপ্তি