মোনালিসা

8

খাদিজা বেগম :

ও-গো আমার মোনালিসা
দাও ছেড়ে দাও আমার আশা,
তোমার আমার হবেনা আর
এক সাথেতে মরা বাঁচা।।

ষাটবার ভাইভা দিয়েও তো
এই কপালে নেই চাকরিটা,
ছুড়ে ফেলে পুড়ে ফেল
অবুঝ প্রেমের ঐ ডাইরিটা।

জ্বলছে আগুন এই বুকেতে
পুড়ছে আশা ভালোবাসা,
মরার আগেই মরে গেছি
চতুর্দিকে আজ হতাশা।।
ও-গো আমার মোনালিসা
দাও ছেড়ে দাও আমার আশা।।

ভালো থেকো সুখে থেকো
বাঁধ বোনা আর আমার প্রেমে,
ভালোবাসার স্মৃতি হবো
অদৃশ্য এক কোনো ফ্রেমে।

আশায় আশায় দিন হলো শেষ
সামনে আঁধার ঘোর কুয়াশা,
তোমায় দেবার নেই কিছু নেই
দুই নয়নে শুধু বর্ষা।।

ও-গো আমার মোনালিসা
দাও ছেড়ে দাও আমার আশা।।