ফিটনেসবিহীন গাড়ি না চালাতে সব সিটি করপোরেশনকে নির্দেশ

7

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি কর্পোরেশনসহ দেশের সব সিটি কর্পোরেশনকে ফিটনেসবিহীন গাড়ি না চালানোর নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখা। উপসচিব মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সম্প্রতি এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়, সিটি করপোরেশনে ফিটনেসবিহীন ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল না করা এবং হালনাগাদকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী করপোরেশনের নিয়োগকৃত নিজস্ব চালক ব্যতীত অন্য কোনো চালককে দিয়ে যেন গাড়ি চালানো না হয়। চিঠিতে আরো বলা হয়, সিটি করপোরেশনে রেজিস্ট্রেশনবিহীন কোনো যানবাহন থাকলে তা দ্রুত রেজিস্ট্রেশন করে স্থানীয় সরকার বিভাগকে যেন জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশেনের বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটে। এতে দেশে নিরাপদ সড়ক আন্দোলনের দাবি আবারো জোরালো হয়ে ওঠে।