সিলেট-সুনামগঞ্জ রোডে ট্রাকের ধাক্কায় বাস খাদে, এক যাত্রী নিহত, আহত ১০

8

স্টাফ রিপোর্টার :
সিলেট-সুনামগঞ্জ রোডের শহরতলীর বলাউড়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে ১ জন নিহত ও অনন্ত: ১০ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার ৬ ডিসেম্বর বেলা আড়াই টার দিকে এসএমপি’র জালালাবাদ থানা এলাকায় এ দুঘর্টনাটি ঘটে।
নিহতের নাম, মুসলিম উদ্দিন (২৭)। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আটগাঁও গ্রামের মুক্তার আলীর পুত্র। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনসহ ১০ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে সুনামগঞ্জ-সিলেটগামী নাম্বারপ্লেট বিহীন একটি ১০ চাকার ড্রাম ট্রাক সিলেট-সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাসকে বিপরীত দিক থেকে এসে মুখোমুখি ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পার্শে¦র খাদে ছিটকে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। এরমধ্যে মুসলিম উদ্দিন নামে একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো ৩ জনসহ ১০ জন। আশঙ্কাজনক আহতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আটগাঁও গ্রামের আমির উদ্দিন (৩০), মুত্তাকিন (২৪) ও রুজেক মিয়া (২৫)। অপর আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বলাউড়া এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। নাম্বারপ্লেট বিহীন ট্রাক ও দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশের জিম্মায় রয়েছে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।