গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

9

কে.এম লবমন গোয়াইনঘাট থেকে :
“স্মার্টফোনে আসক্তি: পড়াশোনার ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাটে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গোয়াইনঘাট বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে আয়োজিত মেলার শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.তাহমিলুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ, পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. লুৎফুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, উপজেলা পজীপ কর্মকর্তা সুশান্ত কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।