আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই দেশের উন্নয়ন দেখে পৃথিবীর অনেক রাষ্ট অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। বাংলাদেশের গড় আয়ু এবং গড় মাথা পিছু আয় ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের থেকে দ্বিগুণ। দেশের উন্নয়ন এগিয়ে নিতে দলীয় বিবেধ ভুলে গিয়ে দলের সকলকে এক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার এখন গ্রামীণ উন্নয়নে মনোযাগী। তিনি আরো বলেন, সুনামগঞ্জ জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ অনেক প্রতিষ্ঠান হচ্ছে। সুনামগঞ্জে হাওরের উপর উড়াল সেতু নির্মাণ হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা (witsa Eminent Persons Award-2021) পদক প্রাপ্তি ও তার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর (Associo Leadership Award For 2021) পুরস্কার প্রাপ্তিতে ছাতক উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, দেশের বহুল আলোচিত পদ্ধা সেতু আমাদের সরকারের টাকায় তৈরী করা হয়েছে। শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আমার মাধ্যমে ছাতক সিমেন্ট ফ্যাক্টরীতে হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নের কাজ চলছে। ছাতকের সুরমা নদীর উপর সেতুর কাজ শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাটি বাংলার মানুষের প্রতি খুবই আন্তরিক বলেই এই অঞ্চলের উন্নয়ন বেশী হচ্ছে।
গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী। এছাড়াও উপজেলার আ’লীগের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গণসমাবেশ শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে পরিকল্পনা মন্ত্রীর সরকারী সফরে দুপুরে ছাতক পৌরসভার কার্যালয় পরিদর্শন ও পৌর পরিষদ কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় করেন। এরপর ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার শুভ উদ্বোধন, বঙ্গবন্ধু ম্যুারাল এর ভিত্তি প্রস্তর স্থাপন ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। গণসমাবেশে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য আ’লীগের নেতা- কর্মীরা ব্যানার ও মিছিল নিয়ে দলে দলে যোগদান করে।