করদাতাগণকে স্বেচ্ছায় ও স্ব-প্রণোদিতভাবে কর প্রদানে উৎসাহী করতে হবে – মো. শফিকুর রহমান

12
জেলা কর আইনজীবী সমিতির সভায় বক্তব্য রাখছেন সমিতির সভাপতি অধ্যাপক মো: শফিকুর রহমান।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান বলেছেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম উৎস হচ্ছে আয়কর। তাই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য করদাতাগণকে স্বেচ্ছায় ও স্ব-প্রণণোদিতভাবে কর প্রদানে উৎসাহী করতে কর আইনজীবিদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সাথে সাথে নিজেরা সমৃদ্ধ হবো। এজন্য সকলকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। কর আইনজীবী সমিতি একটি প্রতিনিধিত্বশীল সংগঠন এ সংগঠনের উন্নতি হলে সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকল সম্মানিত হবেন। তাই এই সংগঠনের অগ্রযাত্রায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম কার্য্য নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
১০ ফেব্রুয়ারি বুধবার মেন্দিবাগস্থ কর আইনজীবী সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো.এমদাদুল হক এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি আয়কর আইনজীবী মো,খায়রুল ইসলাম চেীধুরী, যুগ্ন সম্পাদক এডভোকেট মো.সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ এডভোকেট সুধাংশু ভৃষণ ত্রিবেদী, সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, পাঠাগার সম্পাদক আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান(১), কার্যনিবাহী সদস্য আয়কর আইনজীবী মো.আবিদ আলী চেীধুরী, এডভোকেট এম ই এম ইকবালুর রহমান, এডভোকেট আবুল ফজল, আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ, এডভোকেট সমর বিজয় সী শেখর, আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন প্রমুখ। বিজ্ঞপ্তি