বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে একে আরো গতিশীল করার লক্ষ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মাণ কাজে সম্পৃক্ত ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের জন্যে তাদের ন্যায়সঙ্গত দাবী সমূহ মেনে নেয়ার জন্যে তারা সরকারের প্রতি আহবান জানিয়েছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর এলজিইডি ঠিকাদার সমিতি, জেলা পরিষদ, সিলেট সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের পক্ষ থেকে ২৫ নভেম্বর সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম-বরাবরে স্মারকলিপি প্রদানকালে তারা এ আহবান জানান। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মাহফুজুর রহমান। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নিরেশ দাস, সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রমিজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার সেলিম আহমদ, সড়ক ও জনপথ অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ, গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার দেবাংশু দাস মিঠু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার মুশফিক জায়গীরদার, জেলা পরিষদ ঠিকাদার সমিতির সভাপতি তোজাম্মেল হক তাজুল, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, প্রদীপ কুমার দেব, এনামুল হক, মো. সাদেকুর রহমান, আতিকুর রহমান, মাহফুজ আলম, মো. শামসুল ইসলাম মিলন, মো. মজনু মিয়া, সাহেদ আহমদ, সুবীর কুমার দাস, মো. ইকবাল কামাল,ফাহিমুজ্জামান টিপু, বিলাল খান, অহিদুল ইসলাম রুহেল, সফু আহমদ, লাল মিয়া তালুকদার, শাকিল আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস, টেন্ডার শিডিউলে বিগত ২০১৪ ও ২০১৮ সালের বাজার দরের পরিবর্তে চলমান বাজার দর উল্লেখ করে দরপত্র আহবান এবং একই সাথে পুরনো দরে প্রদত্ত কার্যাদেশপ্রাপ্তদেরকে বর্তমান বাজার দরের সাথে সমন্বয় সাধন করে রিভাইজড্ প্রাক্কলনের মাধ্যমে বিল পরিশোধ করে চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে সহযোগিতার আহবান জানান।
স্মারকলিপিতে ২০১৮ সনের কাজের উপর চলতি বছরের নতুন নির্দেশনা অনুযায়ী আয়কর কর্তনের পরিবর্তে পুরনো বিলের ক্ষেত্রে পুরনো নিয়মানুযায়ী আয়কর কর্তন, প্রতি মাসে ভ্যাট রিটার্ন প্রদান বন্ধ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল ঠিকাদারের কাজে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব খাতের কাজের প্রাক্কলিত মূল্য ৩ কোটি টাকা পর্যন্ত ওটিএম-এর পরিবর্তে এলটিএম করার আহবান জানান। বিজ্ঞপ্তি