বৃহত্তর সিলেট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব নগর সরকারের উত্তর পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে ৪ ও ৫নং সেক্টরের বেসামরিক উপদেস্টা প্রশাসনিক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী জননেতা দেওয়ান ফরিদ গাজীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ ও পরিবারের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ.)র দরগাহ মসজিদে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে কবর জিয়ারত করা হয়। এ উপলক্ষে নবীগঞ্জ-বাহুবল এবং যুক্তরাষ্ট্রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মো. জাফর সাদেক কয়েছ গাজী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী কমিটির সদস্য গাজী মো. সাহেদ, মহানগর ১১নং আওয়ামী লীগের সভাপতি সালাই বকস সালাই, যুক্তরাজ্য মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল, ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহিতুর রহমান রনি, সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী আজাদ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সিনিয়র বুক সর্টার মোঃ খছরু মিয়া, মাসুদ আহমেদ, যুবলীগ নেতা আক্তারুজ্জামান, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ নেতা লয়লুছ আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা শাহ আলম তৌফিক ও নুরুল ইসলাম ইকবাল প্রমুখ। মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ কবির আহমদ। বিজ্ঞপ্তি