বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মুখ্য ভূমিকা রাখছে অনলাইন গণমাধ্যম —আল আজাদ

3
অনলাইন সংবাদপত্র সিলেট প্রতিদিন২৪ ডটকম’র প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।

সিলেটের নিবন্ধিত অনলাইন সংবাদপত্র সিলেট প্রতিদিন২৪ডটকম’র প্রতিনিধি সম্মেলনে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেছেন, এখন অনলাইন সাংবাদিকতার সময়। আগামীতে অনলাইন সংবাদপত্রের আরও প্রসার হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মুখ্য ভূমিকা পালন করছে অনলাইন গণমাধ্যম।
তিনি বলেন, সাংবাদিকদের আরও বেশী সতর্কতা অবলম্বন করতে হবে। তথ্য বারবার যাচাই শেষে প্রকাশের উপর গুরুত্ব দিতে হবে। কারণ, অনলাইন সংবাদ অতিদ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। সেক্ষেত্রে ভুল সংবাদে দেশ এবং দেশের মানুষ বড়ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। এমনকি গণমাধ্যমের প্রতি মানুষের আস্তাও হারিয়ে যেতে পারে। তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে অস্থির হলে চলবেনা। স্থিরতা অবলম্বন জরুরী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর জিন্দাবাজারের একটি হোটেলের কনফারেন্স হলে প্রতিনিধি সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট প্রতিদিনের সম্পাদক ও প্রকাশ সাজলু লস্করের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ওয়েছ খসরু, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) লুৎফুর রহমান ও সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
সিলেট প্রতিদিনের চীফ রিপোর্টার শামীম আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট প্রতিদিনের বার্তা সম্পাদক এনামুল কবীর, সাবেক বার্তা সম্পাদক দেবব্রত রায় দিপন ও এনামুল হক।
প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা প্রতিনিধি মতিউর রহমান, ধর্মপাশা প্রতিনিধি সেলিম আহমদ, দিরাই প্রতিনিধি সালমান মিয়া, বালাগঞ্জ প্রতিনিধি রজত দাস ভূলন, কানাইঘাট প্রতিনিধি নিজাম উদ্দিন, ছাতক প্রতিনিধি আব্দুল আলিম, জৈন্তাপুর প্রতিনিধি জাহিদ হোসেন, শান্তিগঞ্জ প্রতিনিধি সায়াদ হোসেন সবুজ, সুনামগঞ্জ প্রতিনিধি লুৎফুর রহমান, বানিয়াচং প্রতিনিধি আব্দাল মিয়া, বিয়ানীবাজার প্রতিনিধি মহসিন আহমদ রনি, কোম্পানীগঞ্জ প্রুিতনিধি আব্দুল আলীম, কুলাউড়া প্রতিনিধি ইয়াছিনুর রহমান নাইম, শ্রীমঙ্গল প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর। এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রতিনিধি এনামুল হক মুন্না, মাধবপুর প্রতিনিধি পিন্টু অধিকারী, গোয়াইনঘাট প্রতিনিধি কে.এ রাহাত, কমলগঞ্জ প্রতিনিধি পিন্টু দেবনাথ, বিশ^নাথ আশিক আলী, ওসমানীনগর প্রতিনিধি শিপন মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার মাসুদ আহমদ রনি, মোহাম্মদ নূরুল ইসলাম, মশাহিদ আলী, সাকিব আল মামুন, মুনায়েম মুন্না, সাবেক স্টাফ রিপোর্টার সৈয়দা তানিয়া ইসলাম ও মুন্না মিয়া, উপস্থিত ছিলেন চীফ ফটোগ্রাফার আজমল আলী, স্টাফ রিপোর্টার রেজা রুবেল, রুহিন আহমদ, সামসুদ্দিন সমর, রাহেল চৌধুরী তারেক। বিজ্ঞপ্তি