জাফলং পর্যটন কেন্দ্রে সেবা ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান

20
জাফলং পর্যটন কেন্দ্রে সেবা ফাউন্ডেশন'র পরিচ্ছন্নতা অভিযান।

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
“এমন একটা জাফলং চাই-যার আশপাশে ময়লা ও আবর্জনা নাই” এই শ্লোগানে স্থানীয় সামাজিক সংগঠন সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে পর্যটন কেন্দ্র জাফলংয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে সেবা ফাউন্ডেশন’র সভাপতি আবির আরিফ’র নেতৃত্বে জাফলংয়ের বিজিবি ক্যাম্প এলাকার দৃষ্টিনন্দন সিঁড়ি ও জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
গত কয়েক দিনে বিপুল সংখ্যক পর্যটক আসায় তাদের ফেলে যাওয়া খাবারের প্যাকেট, কোমল পানীয়র খালি বোতল, চিপস ও বিস্কুটের খালি প্যাকেটসহ বিভিন্ন ময়লা-আবর্জনায় ছেয়ে যায় মূল পর্যটনকেন্দ্র ও এর আশপাশ এলাকা। ফলে নোংরা হয়ে যায় গোটা পর্যটন এলাকার পরিবেশ।
যা দেখে স্ব-প্রণোদিত হয়ে সেবা ফাউন্ডেশনের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে নামে। তারা
এসব ময়লা-আবর্জনা কুড়িয়ে একটি জায়গায় জড়ো করে তা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।
এ সময় ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ মো. রতন শেখ, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, হোসাইন ডিস্ট্রিবিউশন’র পরিচালক দেলোয়ার হোসাইন সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং জাফলং ভ্রমণে আসা কয়েকজন পর্যটকও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।