সোমা মুৎসুদ্দী :
হেমন্তের ঐ আগমনী গান
জুড়িয়ে দেয় কৃষকের প্রাণ।
সবুজ মাঠে ফসলের হাসি
রাখাল বাজায় মধুর বাঁশি।
সোনালি সূর্য হেমন্তে হাসে
ঝিলিক ছড়ায় সবুজ ঘাসে।
এ-যে বাংলার নন্দিত ছবি
কবিতায় আঁকে নানান কবি।
হেমন্ত ঐ আসে ঘুরেফিরে
বাংলাদেশের সবুজ নীড়ে।