ফের স্থগিত আফগানিস্তান- অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টেস্ট

3

স্পোর্টস ডেস্ক :
করোনাভাইরাসের কারণে প্রথমে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টেস্ট ম্যাচটি পিছিয়ে যায়। পরে ২০২০ সালে ডিসেম্বরে স্থগিত হওয়া ম্যাচটির জন্য নতুন সময় চলতি মাসের ২৭ তারিখ নির্ধারণ করে দুদেশের বোর্ড। তবে এবার রাজনৈতিক ও নারী ক্রিকেটারদের নিষিদ্ধ করার কারণে ম্যাচটি আবারও স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
হোবার্টে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়া নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত শুক্রবার (৫ নভেম্বর) ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্টটি আনুষ্ঠানিকভাবে স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে।
আশরাফ ঘানিকে সরিয়ে তালেবান ক্ষমতায় আসায় শঙ্কায় ছিলো আফগানিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট আসরে খেলাও। এসেছে বেশ কিছু পরিবর্তন। নতুন ক্ষমতাসীনরা নিষিদ্ধ করেছে তাদের নারী ক্রিকেট। মূলত তালেবান সরকারের নারীদের ক্রিকেট খেলতে বাধা দেওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচটি স্থগিত করেছে।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘আফগানিস্তানসহ সারা বিশ্বে পুরুষ ও নারী ক্রিকেটের প্রতি সমান দায়বদ্ধ অস্ট্রেলিয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এই টেস্ট ম্যাচ স্থগিত রাখা উচিত।’
অস্ট্রেলিয়ার এমন সিদ্বান্তে হতাশ আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ লিগে মাঝে মধ্যে খেলা নবি জানান, ম্যাচটি বাতিল না হওয়াতে খুশি তিনি। নবি বলেন, ‘এটি হতাশার, চলতি বছর ম্যাচটি হবে না। তবে আমি খুশি ম্যাচটি শুধু স্থগিত করা হয়েছে, বাতিল হয়নি।’
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ আশাবাদী আগামীতে ঐতিহাসিক টেস্ট ভবিষতে হবে। তিনি বলেন, ‘দারুণ একটি টেস্ট ম্যাচ হতো এটি। তবে আশা করি কোনো এক সময় হবে। ক্রিকেটে, বিশেষ করে ছোট সংস্করণে আফগানিস্তান যে প্রভাব রাখতেছে সেটা বিশ্ব ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি দ্রুতই এটার একটা সমাধান হবে এবং টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে।’
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই দুবাইতে আইসিসির বৈঠক হবার কথা রয়েছে। সেখানে কথা উঠতে পারে আফগানদের ক্রিকেট খেলা নিয়েও!