স্টাফ রিপোর্টার :
সিলেট কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত (ফাঁসি) আসামী হুজি সদস্য (জঙ্গি নেতা) আব্দুস সালামের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ৫ নভেম্বর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেটের ডিআইজি প্রিজন মো. কামাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার ৪ নভেম্বর মৃত্যুদন্ডপ্রাপ্ত হুজি সদস্য বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হলে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, হুজি সদস্যের বার্ধক্য জনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। ডায়বেটিস নীল হওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
কারাগার সূত্র জানায়, মারা যাওয়া হুজি সদস্যের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।