জিয়াউর রহমান জিয়া :
নির্বাচন এলেই তারা
হয়ে যান সাধু,
প্রার্থীদের মুখে তখন
রসে ভরা মধু।
মিষ্টি মিষ্টি কথা বলে
চাইতে আসেন ভোট,
নির্বাচিত হয়ে গেলে
চলে হরিলুট।
দ্রুত সজাগ হও জনগণ
শোনো একটা কথা,
হয়তো বা কেউ পেতে পারো
মনের মাঝে ব্যথা।
টাকার জন্য ভোট বিক্রি
করো না কেউ ভাই,
জেনে রেখো পরে তোমার
কোন মূল্য নাই।
সবাই কিন্তু এমন নয়
রাগ করনা কেউ,
যোগ্য প্রার্থী দেখে এবার
মূল্যবান ভোট দেও।