নইতো কবি

27

সাইমুম হাবীব :

কবি কবি বলে সবাই
নইতো কবি আমি,
শব্দ আছে চিত্ত ভরা
তাইযে কাব্য গামি।

কেউবা আবার রেগে গিয়ে
মারে শুধু গালি,
কেউবা আবার ভালোবেসে
বলে কাব্য মালি।

কবি আমি নইযে হেথা
চলি নিজের মতো,
জল্প শুধু লোকের মাঝেই
কথা যতো শতো।

কবি আমার দাবি নহে
নয়তো আত্ম কথা,
প্রেম বাজারে নইতো প্রেমিক
আমি যথাতথা।

কবির বাজার মহা কঠিন
ভার যে অনেক বেশি,
সওয়ার মতো নাইযে আমার
বিশাল শব্দ পেশি।