সিলেট ব্যবসায়ী পরিষদের প্রচারণা শুরু ॥ ব্যবসায়ী পরিষদ প্রার্থীদের নির্বাচিত করার আহবান

6
আসন্ন সিলেট চেম্বারের নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদ মনোনীত অর্ডিনারী শ্রেণী সম্ভাব্য প্রার্থীদের নিয়ে লিফলেট প্রদানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা উদ্বোধন করেন সিলেট ব্যবসায়ী পরিষদের নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার সিপার আহমদ ও আহবায়ক আমিরুজ্জামান চৌধুরী দুলু।

আসন্ন সিলেট চেম্বারে নির্বাচনে প্রচারণা শুরু করেছে সিলেট ব্যবসায়ী পরিষদ। ৩১ আগষ্ট রবিবার দুপুরে সিলেট চেম্বার কার্যালয় থেকে মোনাজাতের মাধ্যমে অর্ডিনারী শ্রেণী সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন সিলেট ব্যবসায়ী পরিষদ। এ সময় সিলেট ব্যবসায়ী পরিষদ এর নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, আমরা সিলেট চেম্বারের সভাপতি থাকাকালীন ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যে ভাবে কাজ করেছি সেই ধারাবাহিকতা বজায় রেখে সকল সেক্টরের ব্যবসায়ীদের একটি সুন্দর ও গতিশীল ব্যবসা বান্ধব পরিবেশ তৈরীতে সিলেট ব্যবসায়ী পরিষদ এর অর্ডিনারী শ্রেণী সম্ভাব্য প্রার্থীদের সমর্থন ও সহযোগিতার মাধ্যমে আগামী নির্বাচনে বিজয়ী করার আহবান জানান। পরে সিলেট ব্যবসায়ী পরিষদ এর নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ ও আহবায়ক আমিরুজ্জামান চৌধুরী দুলু’র নেতৃেত্ব সিলেট ব্যবসায়ী পরিষদ এর অর্ডিনারী শ্রেনী সম্ভাব্য প্রার্থীরা নগরীর জিন্দাবাজার এলাকায় প্রচারণা শুরু করেন বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রচারণাকালে অর্ডিনারী শ্রেণী সম্ভাব্য পরিচালক প্রার্থী এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমদ, নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকি, মো: আব্দুস সামাদ (তুহেল), শান্ত দেব, মো: রুহুল আলম, জহিরুল কবির চৌধুরী,ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাসসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি