সততার সাথে ব্যবসা করা ইবাদতের সমতুল্য – আবু তাহের মো. শোয়েব

18
করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উৎসব ২০২১ এর র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব।

সিলেট চেম্বার এর সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেছেন, সততার সাথে ব্যবসা করা ইবাদতের সমতুল্য। সৎ ব্যবসায়ীরা কখনো ক্ষতির সম্মুখিন হন না। ব্যবসায়ীরা সব ক্ষেত্রে গ্রাহকের চাহিদা পূরণে সচেষ্ট থাকেন। সিলেটের ঐতিহ্যবাহী বিপনী বিতান করিম উল্লাহ মার্কেট অতীত ধারাবাহিকতায় ১২তম ঈদ উৎসব র‌্যাফেল ড্র এর আয়োজন সত্যিই প্রশংসার দাবী রাখে। এই ধারা অব্যাহত রাখলে ক্রেতা সাধারণের মধ্যে উৎসাহ বেড়ে যায়। ব্যবসা ভালো হয়। তিনি করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি শনিবার (২৩ অক্টোবর) সকালে নগরীর করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মার্কেটের ৪র্থ তলাস্থ অফিস কনফারেন্স হলে ঈদ উৎসব ২০২১ এর র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল ওদুদ পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী ছানা উল্লাহ ফাহিম, স্বত্ত্বাধিকারী কুদরত উল্লাহ ফায়ের, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ফখর উস সালেহ নাহিয়ান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, করিম উল্লাহ মার্কেটের অন্যতম স্বত্ত্বাধিকারী ফাইয়াজ উল্লাহ, ফাতেমা নেসা তান্নি ও সাফাত উল্লাহ।
করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির ঈদ উৎসব র‌্যাফেল ড্র ২০২১ইং উদযাপন কমিটির সদস্য সচিব মকসুদুর রহমান চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক জাকারিয়া আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, মো. কাওসার আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বর্তমান সিনিয়র সহ সভাপতি মারুফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু, সহ সাধারণ সম্পাদক এহসান আহমেদ জাহেদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, প্রচার সম্পাদক মুরাদুজ্জামান চৌধুরী, সহ প্রচার সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মো. আব্দুল বাছিত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ, ক্রীড়া সম্পাদক তালহা খান, সমাজকল্যাণ সম্পাদক আহমদ হায়দার জালালী, সদস্য ও মার্কেটের ব্যবস্থাপক মো. জামাল মিয়া সহ মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
র‌্যাফেল ড্র‘র প্রথম পুরস্কার এপাচী ১৬০ সিসি মোটর সাইকেল বিজয়ী তানভীর আহমদ যার কুপন নং ১০২৮৩৪, ২য় পুরস্কার ১১০ সিসি মোটর সাইকেল বিজয়ী আরিফা যার কুপন নং ১৬৫৪০৮ ও ৩য় পুরস্কার ১১০ সিসি মোটর সাইকেল বিজয়ী আসিফ উজ্জামান যার কুপন নং ২০১৬৪৯। অন্যান্য কুপন বিজয়ীরা হলেন, ৪র্থ পুরস্কার স্মার্টফোন ১৯৭৬৩০, ৫ম পুরস্কার রেফ্রিজারেটর ২২২৫৬৩, ৬ষ্ট পুরস্কার ল্যাপটপ- ১৭৪৪৬৩, ৭ম পুরস্কার স্মার্ট ফোন ২২৮৬৭৩, ৮ম পুরস্কার এলইডি টিভি ১২৩১৬৫, ৯ম পুরস্কার স্মার্টফোন ২৩২৫০১, ১০ম পুরস্কার স্মার্টফোন ২১১৮৪৯, ১১তম পুরস্কার ওয়াশিং মেশিন ১০২৭৩০, ১২তম পুরস্কার স্মার্টফোন ১৭১৬৪৮, ১৩ম পুরস্কার মাইক্রোওভেন ১৭৬৩৮০, ১৪ম পুরস্কার সেলাই মেশিন ২৩৫০৫৪, ১৫ম থেকে ৫৪তম পুরস্কার মোবাইল ফোন বিজয়ীর কুপন নাম্বার যথাক্রমে- ১৩৫১০৬, ১২১২৯৯, ২১২২৪৮, ১৫৭৫৭৯, ১৮১৬৯৭, ১১১৬৫৩, ১২৬৬৫৪, ১০২৯৬৯, ১২০৩০৮, ১৩০৬৪৪, ২২৫০২৫, ১৬৪৯১১, ১৯৩৮৬২, ১৮১৭৫৬, ১১০৮৪৫, ১১৮৩১১, ২২৮৮০৯, ১৮৩৬৩৯, ২০১২৫৯, ১৭৯২৮৭, ১০২৬৫২, ১০৯৪০৪, ১৩৮৭৪২, ২১৮৯৩৫, ১৮০০২৭, ১২০০০৯, ১৫৭৭০৯, ২১০৯২৭, ২৩২০৫৬, ১৭৭৯২১, ১৬০৩২৬, ১০১২০৭, ১৪২৫২৪, ১৪৭৬৫২, ২৩৫২০৩, ১৯৫৬৫৯, ১২৫১১৬, ১৮০৭৪৯, ১৬৬৯০২, ১৮১৬৮৭। বিজ্ঞপ্তি