তৈয়ব আলী ফারুক :
খোকার জন্ম এই দেশেতে
বাঙ্গালির ঐ জন্য
এই খোকাকে পেয়ে মোরা
সব বাঙালি ধন্য।
সমাজ জাতির সেবার কাজে
খোকাই ছিল সেরা
সবাই তারে বাসতো ভালো
মায়ার জালে ঘেরা।
দেশ বিদেশে বাংলাদেশ ও
আঁকছে খোকার ছবি
লিখছে শত গান কবিতা
হাজার হাজার কবি।
এই খোকাটির স্বপ্ন ছিলো
দেশ জাতির ওই শান্তি
সাহস নিয়ে চলে যেন
না করে যেন ভুলভ্রান্তি।