দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন পিস প্রকল্পের আওতায় দক্ষিন সুরমা উপজেলার উপহার কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সকালে আস্ক ইওর লোকাল পুলিশ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাসও আস্থা তৈরির মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং। মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং এর কাজ কী এবং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবেন এসকল বিষয় নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন খান, অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার ও উপ-পরিদর্শক নিবলু দাস। এছাড়াও দক্ষিন সুরমা থানার অন্তর্গত কামালবাজার, মোল্লারগাঁও, বরইকান্দি ও তেতলী ইউনিয়নের ১৫টি ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দ এবং একই এলাকার সাংবাদিক, এডভোকেট, কলামিস্ট, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, উন্নয়নকর্মী, ছাত্র-শিক্ষক, ইমাম ও আয়োজকসহ মোট ৫৫জন এইকর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি