নগরীতে এক পশলা বৃষ্টিতে স্বস্তি

4

স্টাফ রিপোর্টার :
বেশ কিছুদিন ধরে অসহ্য গরম আর তীব্র দাবদাহের পর অবশেষে বৃষ্টিপাত হয়েছে সিলেটে। এক পশলা বৃষ্টিতে ভিজলো সিলেট নগরী। এক পশলা বৃষ্টিতে নগরবাসীর মনে কিছুটা প্রশান্তি দিয়ে গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীতে এক পশলা বৃষ্টি হয়। এতে জনজীবনে কিছুটা স্বস্থি নামে।
এর আগে টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে পুড়েন নগরবাসী। সিলেটে অক্টোবর মাসের তাপমাত্রা গত ৪৫ বছরের রেকর্ড ভাঙে। গত ১১ অক্টোবর সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি গত ৪৫ বছরের মধ্যে অক্টোবর মাসের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল। সবশেষ ২০১৪ সালের অক্টোবর মাসে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটিই ছিল গত কয়েক বছরের অক্টোবর মাসে সবচেয়ে বেশি রেকর্ড হওয়া তাপমাত্রা। এমন অস্বস্থিকর অবস্থায় সিলেটের মানুষ প্রতিক্ষায় ছিল বৃষ্টির। অবশেষে গতকাল সোমবার বিকেলে বৃষ্টি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন নগরবাসী।