রিপলু চৌধুরী :
সত্য যুগের সত্য কথা
কথায় ছিলনা ছল
কথার সাথে মিলে যেতো
অংকের মতো ফল।
মানুষ অমানুষ না বলে
করেছিল মানুষের মধ্যে জাত
ব্যবহারে বংশ পরিচয় ঘটেছিল
উচ্চু নিচু বংশের সুত্রপাত।
নিচু বংশ পেয়েছে যারা
মেনে নিতে পারেনি তারা
তুমুল ঝগড়া শুরু করে
মানবে না বংশের ধারা।
সত্য যুগের সত্য মানুষ
সত্য পথে বিশ্বাসী
শিকল দিয়ে বন্দী করে
তাদের করে বনবাসী।
ফুল বাগানে নিয়ে তাদের
শিকল মুক্ত করে
সুগন্ধি ফুলের সুবাসে তাদের
হৃদয় যায় ভরে।
মনের আনন্দে ছুটে যায় তারা
ধতুরা ফুল বাগানে
ধতুরা ফুলের সুবাস তাদের
হৃদয়ে না মানে।
এমনি করে বুঝতে পারলো
ফুল হলে সুগন্ধি ফুল নয়
মানুষের মধ্যে রয়েছে পরিচয়
মানুষ হলে ও সবাই মানুষ নয়।