জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে এই প্রথম বারের মতো ইভিএম ভোট হচ্ছে। নতুন ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান নিয়ে জনমনে নানা প্রশ্ন ও কৌতুহল সৃষ্টি হয়েছে। তবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান সহজ ও স্বচ্ছ হবে দাবি নির্বাচন কমিশনের। ১৩ জানুয়ারি বুধবার এ বিষয়ে এলাকায় মাইকিং করা হয়। এতে বলা হয় ১৪ জানুয়ারি সকল ভোট কেন্দ্রে দিন ব্যাপী ইভিএম পদ্ধতি প্রদর্শন করা হবে। স্থানীয় ভোটারদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হচ্ছে।
ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের করতে হলে প্রথমে ভোটার টোকেন বা স্মার্ট কার্ড নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ফিঙ্গার চেপে নিজ ভোটার সনাক্ত করতে হবে। ভোট শনাক্তের পর গোপন কক্ষে গিয়ে প্রতীকের পাশে থাকা সাদা বাটন চেপে নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে হবে। পরে ভোট নিশ্চিত করতে সবুজ বাটন চাপতে হবে। কোন কারণে ভোট বাতিল করতে হলে সাদা বাটন চাপার পর লাল বাটন চাপতে হবে। এতে কোন অবস্থায় একজন ভোটার দ্বিতীয় বার অথবা অন্যের ভোট প্রদান করতে পারবেন না। এর পরও আরো বিস্তারিত জানার জন্য ১৪ জানুয়ারি নিজ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আহবান করা হয়েছে।