বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, কমছে নদ-নদীর পানি

26

স্টাফ রিপোর্টার :
সিলেটে কমতে শুরু করেছে সুরমা-কুশিয়ারার পানি। ফলে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। তবে বন্যার পানি কমলেও কমছে না মানুষের দুর্ভোগ। এছাড়া প্রধান দুই নদীর পানি সবকটি পয়েন্টে এখনও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমায় অপেক্ষাকৃত উঁচু এলাকা থেকে পানি নেমে গেছে।
গতকাল বুধবার বিকেল ৩ টা পর্যন্ত সিলেট সুরমা নদী, কানাইঘাট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর অমলসীদ ও শেওলা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে মঙ্গলবারের থেকে গতকাল পানি প্রবাহ কিছুটা কমেছে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য মতে- গতকাল বিকেল ৩ টা পর্যন্ত কানাইঘাটে সুরমা নদী বিপদসীমার ৮৮ সেন্টিমিটার, সিলেটে সুরমা বিপদসীমার ২৯ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা বিপদসীমার ৬৫ সেন্টিমিটার, অমলসীদে কুশিয়ারা বিপদসীমার ৭০ সেন্টিমিটার এবং শেরপুরে কুশিয়ারা বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।