বিশ্বম্ভরপুর থেকে সংবাদদাতা:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের সহযোগিতায় গ্লোবাল ফান্ডের অর্থায়নে বাস্তবায়নকারী সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট(এফআইভিডিবি)’র আয়োজনে ম্যালেরিয়া বিষয়ক অ্যাডভোকেসী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো: ইউনুস আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: নিশিত নন্দী মজুমদার মোঃ আরমান উল্লাহর সঞ্চালনে ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প.প কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহমান কেয়ার বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার জাবেদ আহমদ ও ফখরুল আলম, ভার্ড’র প্রজেক্ট ম্যানেজার আমিরুল হায়দার, গ্রামীণ শক্তির রিজিওনাল ম্যানেজার বদরুজ্জামান ফয়ছল, সীমান্তিক প্রজেক্ট অফিসার জাহাঙ্গীর আলম, ব্র্যাকের ওমর কাইয়ূম প্রমুখ।