স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে র্যাব-৯ এর পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জব্দকৃত মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, গত রবিবার দিবাগত রাত ১ টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউপিস্থ চুনারুঘাট থেকে সাতছড়িগামী রাস্তার ফুড ব্যাজ নামক রেস্টুরেন্টের সামনে থেকে সুজন রাজবংশী (২৫) কে গ্রেফতার করা হয়। সে চুনারুঘাট চাঁনপুর চা বাগানের চামঠু রাজবংশীর পুত্র। এসময় তার কাছ ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে গত রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ৩নং দেওরগাছ ইউনিয়নের আমতলী আদর্শ বাজারের মেসার্স এরিক ট্র্রেডার্স এর সামনে থেকে মোঃ কাজল মিয়া (২৩) কে গ্রেফতার করে র্যাব। সে চুনারুঘাট উপজেলার চানপুর বস্তির মোঃ মাহফুজ মিয়ার পুত্র। এসময় তার কাছ থেকে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক অভিযানে গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।