চক্রবৃদ্ধি হারে বেদনা বাড়ে

12

রফিকুল নাজিম :

দিনদিন ক্ষয়ে ক্ষয়ে আসছে বরাদ্দকৃত আয়ুষ্কাল,
ক্ষয়ে আসছে বিশুদ্ধ অক্সিজেন, দমের গাড়ি ও সম্পর্ক।
ক্ষয়ে আসছে পাঁজরের হাঁড়গোড়, দাঁতের এনামেল
গলার স্বর, বুদ্ধি বিবেক ও স্মৃতি কাতরতা
ক্ষয়ে আসছে রোমান্টিসিজম, বাকপটুতা ও চটুলতা
আহা! হু হু করে বয়সও কমছে।

কেবল তোমার দেয়া অবহেলাগুলোর ক্ষয় নেই
কেবল কষ্টগুলো চক্রবৃদ্ধি হারে বাড়ছে তো বাড়ছেই!