নজরুল ইসলাম একজন প্রাণদ্বীপ্ত শিক্ষক ছিলেন : ড. নজরুল হক চৌধুরী

7

প্রয়াত নজরুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল

সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল বিভাগের ডীন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী বলেছেন, প্রয়াত নজরুল ইসলাম একজন প্রাণদ্বীপ্ত শিক্ষক ছিলেন। তার শিক্ষা জীবন ছিল এক বর্ণাঢ্য। তিনি শিক্ষার্থী সহ আমাদের মনে চিরদিন অমর হয়ে থাকবেন। প্রফেসর নজরুল হক চৌধুরী প্রয়াত নজরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তার অসমাপ্ত কাজ আমাদেরকে সম্পাদন করতে হবে। তার রেখে যাওয়া স্মৃতি চিরদিন অ¤øান হয়ে থাকবে।
তিনি সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অডিটরিয়ামে সিলেট টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক সদ্য প্রয়াত নজরুল ইসলামের স্মরণে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল সাজিদ এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নীলুফার খানম এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং শ্রদ্ধালিপি পাঠ করেন কলেজের সহযোগী অধ্যাপক ও পরিষদের সম্পাদক ড. মোহাম্মদ শামীম খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিলকিস ইয়াসমিন, সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম, আব্দুল্লাহ আলম মাহমুদ, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ সাব্বির আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল আলম, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মছব্বির চৌধুরী, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, মুরারীচাঁদ কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায়, বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ চৌধুরী মামুন আকবর, প্রভাষক মাহবুবুর রহমান রনি প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলেজের সহকারি শিক্ষক মাওলানা সাজিদুর রহমান।
প্রয়াত নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাঈশা ইসলাম, নাজমুল ইসলাম, রিয়াজুল আলম, অ্যাডভোকেট মিছবাউর রহমান আলম, আহমদ জিন্নুন দারা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি