প্রিয় স্বদেশ

8

নিলুফার জাহান :

কী অপরূপ রূপে ভরা
এই আমাদের দেশ
আঁকা বাঁকা বইছে নদী
দেখতে লাগে বেশ।

গাছের ডালে পাখি ডাকে
হরেক রকম সুরে
পালটা তুলে নৌকা মাঝি
যায় যে ছুটে দূরে।

নদীর তীরে কত মানুষ
মিলে মিশে থাকে
আঁধার সরায় সূর্য উঠে
সুখের স্বপ্ন আঁকে।

সবুজ মাঠে ফসল ফলে
কৃষক ব্যস্ত কাজে
রাখাল ছেলে গরু নিয়ে
ফিরছে বাড়ি সাঁঝে।

পাহাড়, নদী ঝর্ণা ঘেরা
আমার সবুজ মাটি
এইতো আমার প্রিয় স্বদেশ
সোনার চেয়ে খাঁটি।