সাংবাদিক সাকির উপর হামলার প্রধান আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

2

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতনিধি দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকী ও তার স্ত্রী সুবর্ণা হামিদের ওপর সন্ত্রাসী হামলার মামলার প্রধান আসামি শেখ শাহনুর ওরফে হক্কাইয়ের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক সাইফুর রহমানের আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘদিন সাড়ে আট মাস ধরে মামলার প্রধান আসামি শেখ শাহনুর ওরফে হক্কাই পলাতক ছিলো।
মামলায় বাদী পক্ষের হয়ে শুনানী করেন সিনিয়র এডভোকেট মো. তাজ উদ্দিন, তাকে সহযোগিতা করেন এডভোকেট সুমেল আহমদ, এডভোকেট দিলরুবা বেগম কাকলী ও এডভোকেট মঞ্জুরুল ইসলাম।
আসামীপক্ষে শুনানীতে অংশ নেন সিনিয়র এডভোকেট রেজাউল করিম চৌধুরী, সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা বারের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, এডভোকেট আব্দুল হাই, এডভোকেট সাইফুল ইসলাম। (খবর সংবাদদাতার)