স্টাফ রিপোর্টার :
নগরীর বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা প্রণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। একই সাথে প্রতিটি মসজিদে মসজিদে মহামারী করোনা থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার খোতবা পরবর্তী জুম্মার দুই রাকাত ফরজ নামাজ আদায়ের পর বিশেষ দোয়া করেন বিভিন্ন মসজিদের ঈমামগণ। ঈমামের সঙ্গে যুক্ত হয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহ’র কাছে ভয়াবহ এ প্রাণঘাতি করোনাভাইরাসের হাত থেকে দেশকে রক্ষার প্রার্থনা করেন। একই সাথে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ, শাহপরাণ (রহ.), নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। তবে দরগাহ মসজিদে জুম্মার নামাজে মানুষের ঢল নামে। মসজিদ ছাড়িয়ে রাস্তায়ও ছিল মুসল্লীদের অবস্থান। মসজিদের প্রধান ফটকে মুসল্লীদের প্রবেশকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মুসল্লিরা প্রবেশ করেন। করোনা ভাইরাস থেকে বিশ্বের সকলকে হেফাজতের জন্য বিশেষ মোনাজাত করেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ ।