করোমা মহামারি থেকে মুক্তি পেতে ও দেশ বিদেশে অবস্থানরত সকেলের সুস্থতা কামনা করে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে করোনা মহামারি থেকে সিলেটসহ দেশ- বিশ্ববাসীকে হেফাজত ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, ওসমানী নগরের তাজপুর লামাপাড়া পীরের বাড়ির জলালী এস.এম আবরার হোসাইন ইনসামি, আকিব আবরার ইনসামি, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, কাজী নুরুল আলম চৌধুরী, খাদীম নগর এটিআই কৃষি প্রশিক্ষণ ইনিষ্টিটিউটের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. আব্দুল জলিল চৌধুরী, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সদস্য সাংবাদিক রাধে মল্লিক তপন, কাজী আরিফ, খাদিম মো. রিয়াজুল হক, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, রিমন আহমদ প্রমুখ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মো. নিজাম উদ্দিন চৌধুরী, ওলানা আব্দুল আজিজ ধনপুরী। বিজ্ঞপ্তি