স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার তেলিবাজার ও শহরতলীর বড়শালা নয়াবাজার থেকে জুয়া খেলার সামগ্রীসহ ১২ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, দক্ষিণ সুরমা আহমদপুরের আমির উদ্দিন (২২), বলদী তেলিবাজারের বাসিন্দা আনোয়ারুল হক (৬২), দক্ষিণ সুরমা দরাধরপুরের আলিম উদ্দিন (৩০), আহমদপুরের সফর আলী (৩৫), বলদী উত্তরাংশের আব্দুল খালিক (৪৪), নগরীর কদমতলীর বাসিন্দা মো: মামুন মিয়া (২৪), কদমতলী বালুরমাঠের বাসিন্দা মো: নাছির উদ্দিন (৩২), দক্ষিণ সুরমা ফেরীঘাটের বাসিন্দা মো: কয়েছ মিয়া (৩২), বিয়ানীবাজার টিকরপাড়ার মো: হৃদয় আহমদ (২৭), কদমতলীর বালুরমাঠের বাসিন্দা জয়নাল মিয়া (২৪), এয়ারপোর্ট থানার বড়শালার জুবের আহমদ (৩০) ও একই এলাকার মো: আকমল হোসেন (২৫)।
পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১২ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা তেলীবাজারস্থ আহমদপুর গামী রাস্তার মুখে আমির উদ্দিনের মায়ের দোয়া নামীয় দোকান কোঠায় অভিযান চালিয়ে জুয়াড়ী আমির উদ্দিন, আনোয়ারুল হক, আলিম উদ্দিন, সফর আলী ও আব্দুল খালিককে আটক করে। এ সময় জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করে পুলিশ।
অপরদিকে ওইদিন রাত সাড়ে ১২ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের অপর একটি দল দক্ষিণ সুরমা থানার কদমতলী বালুরমাঠ কালামের হোটেলে গাফলা গুটির মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলার আসর হতে জুয়াড়ী মো: মামুন মিয়া, মো: নাছির উদ্দিন, মো: কয়েছ মিয়া, মো: হৃদয় আহমদ, জয়নাল মিয়াকে আটক করে। আটককৃতদের মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এদিকে, শনিবার এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল বড়শালা নয়াবাজার সাকিনস্থ আনা মিয়ার কলোনীর গলির ভিতরে অভিযান চালিয়ে কাঁচা রাস্তার উপর কতিপয় জুয়াড়ি মোবাইল ফোনের মাধ্যমে অর্থের বিনিময়ে ভারতীয় তীর শিলং নামক জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ী জুবের আহমদ ও মোঃ আকমল হোসেনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তীর শিলং নামক জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানায় পুলিশ।