লুকোচুরি খেলা

3

বাদল রায় স্বাধীন :

আসবি নাকি মার খাবি,বল ওরে তুই খোকা,
মাগো তুমি দেবে ফাঁকি, নয়গো আমি বোকা।

তোমার পিছন দুটি হাতে, কি আছেগো বলো,
নয়তো তুমি পিছন ফিরে, সামনের দিকে চলো।

মা বলে তুই কাছে আয়রে, করবো আদর তোরে,
কাছে আসার ছলে খোকা, পালিয়ে যায় দৌঁড়ে।

মা রেগে কয় আজকে তোর, তুলবো পিঠের ছাল,
ছেলে বলে আমার দেখা, পাবে তুমি কাল।

অমনি খোকা লুকিয়ে যায়,দাদির আঁচল তলে,
মা কেঁদে কই ওরে খোকা,কোথায় গেলি চলে।

মায়ের কাঁদন শুনে খোকা, জড়িয়ে ধরে বলে,
আমি কি মা যেতে পারি, তোকে কভূ ফেলে।

জড়িয়ে তখন খোকার গালে, মা এঁকে দেয় চুম,
নিরাপত্তা পেয়ে খোকা, মার কোলে দেয় ঘুম।