মসজিদে মসজিদে করোনা থেকে মুক্তি কামনায় জুম্মার নামাজে বিশেষ দোয়া

1
করোনা ভাইরাস বৃদ্ধি রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটন খুলে দেয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে আসছেন পর্যটকরা। ঘুরাফেরার পাশাপাশি মাজার জিয়ারতও করেন পর্যটকরা। শুক্রবার জুম্মার নামাজে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড়। ছবি-মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
বিশ্বব্যাপী মহামারি করোনামুক্তি কামনায় নগরীর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদের জুম্মার নামাজে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় সিলেটসহ বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সকল মানুষের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মোজাতের সময় মুসল্লিরা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন। হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা আসজাদ আহমদ।
এছাড়াও সিলেটের হযরত শাহপরাণ (রহ.), সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট কালেক্টর মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, সাদারপাড়া জামে মসজিদ, সিলেট কোর্ট মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, ভার্থখলা জামে মসজিদসহ সিলেটের প্রত্যেক মসজিদে মহামারি থেকে মুক্তি লাভের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।