বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আলোচনা সভা

2
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের উদ্যোগে আলোচনা সভা শেষে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করছেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল সহ অন্যান্যরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় উপশহরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, বীর মুক্তিযোদ্ধা মো. কামাল, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আলী, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মনোজ কপালী মিন্টু। মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইমরান খান (রায়হান), মো. নাছিম খান, মো. আল মিনহাজ, প্রীয়াংকা রায়, মো. জুয়েল খান, মো. সাইদুল রহমান, মো. আজিজুল ইসলাম, মো. ফারুক আহমদ, মো. দিলোয়ার হোসেন, মো. আমজাদ হোসেন, মো. হেলাল আহমদ, সাহিদা আক্তার সাথী, মাওলানা আব্দুর রহিম, সাইফুল ইসলাম, জিয়াউর রহমান, কমলেশ দাস, এরশাদ খান, মো. নুরুল ইসলাম, মো. শাহজাহান খান, মো. ফখরুল ইসলাম, কল্যাণ দাস, সোহেল আহমদ, গবিন্দ্র চন্দ্র দাস, সঞ্জিত কুমার দেব, এস এম হুমায়ুন কবির, শ্রী ডিপজল প্রমুখ। বিজ্ঞপ্তি