র‌্যাব-পুলিশের অভিযানে গাঁজা-ইয়াবা-চোলাই মদ ও নারীসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

9

স্টাফ রিপোর্টার :
নগরী, সিলেট ও হবিগঞ্জ জেলা থেকে গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রবি, সোম ও মঙ্গলবার (২২, ২৩ ও ২৪ আগষ্ট) বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জের চুনারুঘাট থানার আমু চা-বাগান শাওতাল লাইনের মৃত রংলাল রাজগড়ের পুত্র সুনম রাজগড় (৩৪), সিলেটের কানাইঘাট থানার বাউরবাগের মৃত আব্দুল্লাহর পুত্র মো: রেজওয়ানুল করিম (২২), সিলেটের এয়ারপোর্ট থানার পাঠানগাঁওয়ের মৃত ইশাদ আলীর পুত্র হেলাল আহমদ (৩৩), একই গ্রামের মৃত মদরিছ খাঁর পুত্র রহিম খাঁ (৩৫), একই থানার দেবাইরবহর গ্রামের মৃত তজমুল আলীর পুত্র মো: সানাবর আলী (৩১), আলীনগরের মৃত অরমনি নমোর পুত্র অধির নমো (৩৪), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গনেশপুর গ্রামের মৃত সবুজ মিয়ার স্ত্রী মোচ্ছা: সেলিনা বেগম উরফে সেলিনা (৩৫) ও একই গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র মো: আজিম মিয়া (২০) এবং কিশোরগঞ্জ জেলার আষ্টগ্রাম উপজেলার বরাগিরকান্দি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হামিদের পুত্র বর্তমানে নগরীর শিবগঞ্জ মজুমদারপাড়া এলাকায় বসবাস মো. খোকন মিয়া (৪০)।
চুনারুঘাট থানা : ২২ আগষ্ট রাত সোয়া ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ২নং ইউপির ৮নং ওয়ার্ডের আমুচা-বাগান (শাওতাললাইন) আমুনলুয়া পাকা রাস্তার পাশের্^ গৌরাঙ্গ ভ্যারাইটিজ স্টোর এর সামনে অভিযান চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজাজব্দসহ মাদক ব্যবসায়ী সুমন রাজগড়কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, ২২ আগষ্ট সন্ধ্যা পৌনে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোছাঃ সেলিনা বেগম উরফে সেলিনা ও মোঃ আজিম মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য ইয়াবা জব্দসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০ (ক) মূলে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
কানাইঘাট থানা : ২৩ আগষ্ট ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃতে সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার কানাইঘাট থানাধীন বাউরবাগ সাকিনস্থ জনৈক মাওলানা সহিদ আহমদ এর বসত বাড়ির ভিতর অভিযান চালিয়ে ১ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল করিমকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য ইয়াবা জব্দসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০ (ক) ধারা মূলে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এয়ারপোর্ট থানা : ২৪ আগষ্ট রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানাধীন সাহেবেরবাজার এর নিকটস্থ বাজারতল সাকিনস্থ জনৈক আশামনি এর বসত ঘরের সামনে অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী হেলাল আহমদ, রহিম খাঁ, মোঃ সানাবর আলী ও অধির নমোকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪ ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামীদেরও জব্দকৃত আলামু সমূহসহ এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।
নগরীর জেল রোড : গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে নগরীর জেল রোড থেকে মো. খোকন মিয়া নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, খোকন মিয়া একজন চিহিৃত ইয়াবা কারবারি। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে পাইকারী দরে ক্রয় করে জেল রোড এলাকায় বিক্রি করত খোকন মিয়া। তার বিরুদ্ধে মামলা দায়ের পক্রিয়া চলছে।