বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ^নাথে সোহেল মিয়া (৪২) ও আনহার আলী (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন ব্রান্ডের ২৮৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করেছে বিশ^নাথ থানা পুলিশ। সোহেল মিয়া উপজেলার সত্তিশ গ্রামের মৃত ফিরোজ বক্সের ছেলে। আর তার সহযোগী আনহার আলী অটোরিক্সা চালক। সে উপজেলার দুর্য্যাকাপন গ্রামের মৃত আলী আকবরের ছেলে। মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকেলে বিশ^নাথ সীমান্তের সুরমা নদীর পার সংলগ্ন আতাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় আতাপুর গ্রামের রফিকুল ইসলামের বালুর ভিট থেকে ওই মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ভারতীয় অফিসার চয়েজ ২১৮ বোতল, এসি-ব্ল্যাক ৪৫ বোতল এবং ম্যাকডুয়েল ২২ বোতল রয়েছে। যার বাজার মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা। এ সময় মাদক বহনকারী একটি ট্রলার (নৌকা) ও একটি সিএনজি চালিত অটোরিক্সা (সিলেট-থ ১২-৯২৩০) জব্দ করে থানা পুলিশ। তবে, মাদকসহ দু’জনকে গ্রেফতার করা হলেও তাদের সহযোগী আরও তিনজন পালিয়েগেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ^নাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদকসহ পাচারকারী চক্রের দু’জনকে গ্রেফতার করা হয়েছে।