বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ^নাথে হামলার মামলায় হাজিরা দিতে গিয়ে আশিক আলী (৪৫) ও রহিম আলী (৩৫) নামে দুই ভাইকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিচারক। তারা উপজেলার উত্তর মিরের-চর-১ (ইলামেরগাঁও) গ্রামের মৃত আরশ আলীর ছেলে। মঙ্গলবার (২৪ আগষ্ট) সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আমলী আদালতের বিচারক হারুন-উর-রশীদ তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী জাহাঙ্গীর আলম কবির ও তার পক্ষের আইনজীবী এডভোকেট মো. ইকবাল হক চৌধুরী। তারা এ প্রতিবেদককে বলেন, মামলার শুনানীকালে পাঁচ আসামি আদালতে জামিন চাইলে ওই দু’জনের জামিন না মঞ্জুর করেন বিজ্ঞ বিচারক।
জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তর মিরের-চর-১ (ইলামেরগাঁও) গ্রামের ইন্তাজর ছেলে জাহাঙ্গীর আলম কবির (৩৩) ও তার চাচাতো ভাই মৃত মন্তাজ আলীর ছেলে আলকাছ আলীর (৫৫) সঙ্গে বিরোধ চলছে। পূর্ব ওই বিরোধের জেরে গত ২২মার্চ জাহাঙ্গীর আলম কবিরের বাড়িতে গিয়ে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালান প্রতিপক্ষ আলকাছ আলীসহ তার পক্ষের আশিক আলীসহ অন্যরা।
এতে জাহাঙ্গীর আলম কবির, তার ছোটভাই জহিরুল আলম হামিদ (২৮) ও তার মা রুপতেরা বিবি (৫৬) গুরুতর আহত হলে তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতাল থেকে সুস্থ হয়ে গত ১৯ মে জাহাঙ্গীর আলম কবির বাদী হয়ে প্রতিপক্ষ চাচাতোভাই আলকাছ আলীসহ ৬জনকে আসামি করে বিশ^নাথ থানায় মামলা দায়ের করেন, (মামলা নং ১৩), মামলার জিআর নং ১৪০/২১ইং)।