জগন্নাথপুরে অবহেলিত জনপদে রাস্তা হওয়ায় জনমনে আনন্দের বন্যা

6

মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে

সুনামগঞ্জের জগন্নাথপুরে এলাকাবাসীর ব্যক্তি উদ্যোগে গ্রামীণ ও নলুয়ার হাওরে চলাচলের মাটির কাঁচা রাস্তা নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ প্রায় ৩ যুগ পর অবহেলিত জনপদে রাস্তা নির্মাণ হওয়ায় স্থানীয় জনমনে আনন্দের বন্যা বইছে। জগন্নাথপুর পৌর এলাকার ৮ ও ৯নং ওয়ার্ডের পূর্ব ও পশ্চিম ভবানীপুর গ্রামের আলখানারপাড় নদীর দক্ষিণপার অংশে রাস্তা না থাকায় দীর্ঘ প্রায় ৩ যুগ ধরে মানুষ নানা ভোগান্তির শিকার হয়ে আসছেন। এছাড়া ওই রাস্তা দিয়ে নলুয়ার হাওর থেকে ধান বাড়িতে আনা হয়। এই একটি মাত্র রাস্তার অভাবে ওই অঞ্চলের মানুষ হেমন্তে পায়ে ও বর্ষায় নৌকায় চলাচল করে থাকেন। অবশেষে স্থানীয় এলাকাবাসীর ব্যক্তি উদ্যোগে ২৬ মে শুক্রবার থেকে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে অনুমান ১৬শ ফুট রাস্তায় মাটি ভরাট কাজ শুরু হয়। ২৭ মে শনিবার সরেজমিনে দেখা যায়, এস্কেভেটর মেশিন দিয়ে রাস্তায় মাটি ভরাট কাজ চলছে।
এ সময় হাজী আবদুল জাহির, সুফি মিয়া তালুকদার, আরশ আলী, তোতন মিয়া, আবদুল খালিক, সিদ্দেক মিয়া, আতাউর রহমান, মুকিত মিয়া, আজাদ মিয়া, কবির মিয়া, আবদুস শহিদ, কনা মিয়া, কবির হোসেন, রফিক মিয়া, লিটন মিয়া, আবদুর রহমান, ফারুক মিয়া, শুকুর মিয়া ভ‚ইয়া, আনা মিয়া, সালাম মিয়া, আবদুল জলিল, পরিতোষ সরকার, রবি সরকার সহ স্থানীয়রা বলেন, কেউ আমাদের কথা শোনো না। আমাদের দুঃখ দেখে না। তাই বাধ্য হয়ে প্রবাসী সহ সকলের সহযোগিতা নিয়ে আমরা নিজ উদ্যোগে রাস্তা নির্মাণ করছি।