জগন্নাথপুরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯

4

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে আশঙ্কাজনক হারে বেড়ে চলছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবুও মানুষ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে চায় না। যে কারণে দিনে দিনে বেড়েই চলছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। ক্রমান্বয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। যদিও পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগণ সহ বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে।
ইতোমধ্যে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের অসংখ্য মানুষ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁদের কোন নির্দিষ্ট হিসাব জানা নেই। তাঁরা যেখানে অথবা যে দেশে মৃত্যুবরণ করেছেন,সেখানেই তাঁদের হিসাব রয়েছে। শুধু জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব অনুযায়ী করোনায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ আগষ্ট সোমবার রাতের হিসাবে ৭ জন থেকে বেড়ে ৯ জন হয়েছেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করেছেন।