অনাকাক্সিক্ষত পরিসমাপ্তি

7

তুহীন বিশ্বাস :

হঠাৎ কোনো এক জোয়ারে ভেসে আসা কচুরিপানা-
নদীর জল স্পর্শে নুইয়ে পড়া বৃক্ষ শাখায় আটকে গেছে,
শেকড় আঁকড়ে আছে শাখার পত্র পল্লবে,
ভাটায় নামছে না এক চুল, স্থায়ী আবাসের আভাস!
নিবিড় সখ্যতা, যেন শপথ নেয়া প্রেমিক যুগল।
বৈশিষ্ট্যের ভিন্নতা সত্বেও নিরবচ্ছিন্ন মেলবন্ধন!

দুষ্ট বালকের বেখেয়ালি ভুল, বৃক্ষ থেকে বিচ্ছিন্ন শাখা!
অতঃপর অনাকাক্সিক্ষত পরিসমাপ্তি…