সিলেটে করোনা সংক্রমন ঠেকাতে ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে সিলেট চেম্বার অব কমার্স। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর উদ্যোগে ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় সিলেটের ব্যবসায়ীদের মধ্যে ২৫ হাজার মাস্ক বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই রবিবার চেম্বার কনফারেন্স হলে সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের হাতে মাস্ক বক্স হস্তান্তর করেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব এর নিকট হতে সংগঠনের সদস্যদের জন্য মাস্ক গ্রহণ করেন তামাবিল পোর্ট আমদানিকারক সমিতি, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি, কাজিরবাজার ব্যবসায়ী সমিতি, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, সিলেট ফল মার্কেট ব্যবসায়ী সমিতি, সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী সমিতি, কালিঘাট চালবাজার ব্যবসায়ী সমিতি ও রিকাবীবাজার ব্যবসায়ী সমিতি’র নেতৃবৃন্দ। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ মাস্ক সরবরাহের জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। মাস্ক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শামীম আহমদ, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, ব্যবসায়ী নেতা মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা, মোঃ কয়ছর আলী, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নুরানী জাহান কলি ও বিভিন্ন ব্যবসায়ী সংঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি