বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এটা একদিনে সম্ভব হয়নি। এজন্য অনেক কাঠখড় পোহাতে হয়েছে। প্রশিক্ষিতদের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন গ্রামের খেটে খাওয়া নিরস্ত্র লোকজন। তাই এদেশ একদিনে তৈরী হয়নি। বিগত কয়েক বছরে দেশের একটা ম্যাজিকেল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের কারণেই বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশকে মূল্যায়ন করতে হয়।
শনিবার বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারে সিলেট সান কার্যালয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্যোগে (এমএসএফ) ও বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের আয়োজনে জেলা পর্যায়ে মানবাধিকার কর্মীদের নিয়ে আলোচনা সভায় একথাগুলো বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট সুলতানা কামাল।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমানের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু।
বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সিলেট যুব একাডেমীর পরিচালক এইচ এম ফয়সল আহমদ, এমএসফ’র টিপু সুলতান, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, মানবাধিকার কর্মী মিনহাজ সামাদ চৌধুরী, সাংবাদিক রবি কিরণ সিংহ রাজেশ, বিলকিছ আক্তার সুমি, অমিতা সিনহা, সোহেল আহমদ পাপ্পু, সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, ব্যবসায়ী বদরুল ইসলাম, জাকির আহমদ চৌধুরী, সমাজকর্মী আরিফ আহমদ, জয়নাল আলী, তৃণমূল নারী উদ্যোক্তা সেলিনা বেগম, মানবাধিকার কর্মী এনামুল ইসলাম, জহুরা ইসলাম নাজনিন, সৈয়দ মিজানুর রহমান, শিউলি বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি