জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রমাপতিপুর গ্রামে। আহতরা হলেন, রানু খান, মজনু মিয়া, মানিক খান, বাবুল মিয়া, নুনু মিয়া, সুফিয়ান মিয়া, আনহার মিয়া, হাসান মিয়া, হুসাইন আহমদ মুন্না, আমতর আলী, ছালিম উল্লাহ, আবু সুফিয়ান, জুনু মিয়া, ওয়াহিদুর মিয়া। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্র জানায়, সংঘর্ষে আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য আহতদের ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ জানান, রমাপতিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজল মিয়া ও আকমল হোসেনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছে। এরই জের ধরে ২৩ এপ্রিল শুক্রবার গ্রামের মসজিদে নামাজ শেষে দুই পক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে ২৭ জন আহত হন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে এক পক্ষের ১৬ ও আরেক পক্ষের ১১ জন সহ মোট ২৭ জন আহত হন। আহতদের চিকিৎসা চলছে।