সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদ বেকারত্ব দূর করতে এদেশে অনেক কলকারখানা প্রতিষ্ঠার পাশাাশি দক্ষ শ্রমিক তৈরিতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। যা দেশের আপামর জনগণ সুফল ভোগ করছেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকায় বেকারত্ব দূর করতে শিল্প কলকারখানা গড়ে তুলবো। আমি আমার মেধা ও শ্রম দিয়ে জনকল্যাণে সব সময় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার কুচাই ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
এ সময় কেন্দ্রীয় জাপা সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব মঈন, সাবেক দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, দক্ষিণ সুরমা উপজেলা জাপার আহবায়ক মো. শাহ আলম, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহবায়ক আখতার হোসেন, সদস্য সচিব বুলবুল আহমদ, সারফিন পঞ্চায়েত কমিটির সভাপতি রমিজ উদ্দিনসহ পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি