বিশ্ব যক্ষ্মা দিবসে সিলেটের কর্মসূচি

15

সারা দেশের ন্যায় আগামী ২৪ মার্চ ২০১৯ রবিবার সিলেটেও বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হবে। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হলোÑ‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’।
যক্ষ্মা রোগের সাধারণ তথ্য ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সম্পর্কে গণ সচেতনতা বৃদ্ধির জন্যে প্রতি বছর ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়।
বিশ্ব যক্ষ্মা দিবস পালন উপলক্ষে সিলেটে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় জানান, বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রবিবার সকাল ৯টায় সিলেটের সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হবে। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চে এক আলোচনা সভায় মিলিত হবে। এ সকল কর্মসূচিতে সিলেটে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমে সংশ্লিষ্ট বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও অংশ নেবে। বিজ্ঞপ্তি