জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে বালুবাহী নৌযান আটক, ২ লাখ টাকা জরিমানা

7
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান।

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে বালুবাহী ৬টি নৌযান আটক করে জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৪ থেকে ৬টা পর্যন্ত জাফলংয়ের ডাউকি নদীতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬টি বালুবাহী নৌযানকে আটক করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, তামাবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার সুরুজ আলী, থানার এসআই লিটন রায়সহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে ইউএনও মো. তাহমিলুর রহমান বলেন, জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬টি বালুবাহী নৌযানকে আটক করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।