নগরীতে ফিজা, মধুবন ও ফুলকলিকে আবারও জরিমানা

5

স্টাফ রিপোর্টার :
নগরীর অভিজাত মিষ্টিজাত খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং, মধুবন এবং ফুলকলিতে বার বার অভিযান চালিয়ে জরিমানা করা হলেও ভেজাল পণ্য বিক্রি বন্ধ করছে না ও প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় গত রবিবার এই তিন প্রতিষ্ঠানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের যৌথ টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রবিবার বেলা ২টার দিকে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের যৌথ টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দক্ষিণ সুরমায় ফিজা এন্ড কোংকে ১ হাজার, মধুবনকে ৩ হাজার ও ফুলকলিকে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। প্রতিষ্ঠানগুলোতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য রাখা এবং বিক্রি করা হচ্ছিলো বলে র‌্যাব জানায়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ওবাইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম। জরিমানার টাকা পরে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।